শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মশুরীখোলা দরবারে ইসালে সাওয়াব

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ২২:২৬

মশুরীখোলা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত ক্বেবলা শাহ আহসানুল্লাহ (রহঃ) এর দ্বিতীয় সাহেবজাদা হযরত শাহ আহসানুল্লাহ (রহঃ) ওয়াক্ফ এস্টেটের তৃতীয় মোতাওয়াল্লি ও বর্তমান পীর সাহেব হুজুর ক্বেবলার আব্বাজান হযরত শাহ আব্দুল লতিফ (রহঃ) এর ৪৭তম পবিত্র ইসালে সাওয়াব ও দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার ১৪৯তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে প্রধান বক্তার বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন উস্তাজুল উলামা আল্লামা আবুল আছাদ মুহাম্মদ জোবাইর রজভী, চট্টগ্রাম, দারুল উলুম আহসানিয়া কামিল মাদরাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মুহাম্মদ আবুল বাশার ও মাওলানা ড. মুহাম্মদ সাইফুল ইসলাম আযহারী। সভাপতির বক্তব্যে পীর সাহেব ক্বেবলা বলেন, হযরত শাহ আব্দুল লতিফ (রহঃ) ছিলেন তরিকত জগতের উচ্চস্তরের একজন। তিনি তরিকতের পাশাপাশি ইসলাম ও মানবতার নিরলস নিবেদিত প্রাণ সেবকের ভূমিকা পালন করেছেন। ওয়াজ ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, দরবারে বেতাগী আস্তানা শরীফের পীর সাহেব হযরত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ (মা. জি. আ.), মাহফিলের সমাপনীতে দেশ, জাতি, নিপীড়িত মুসলিম দেশগুলোর শান্তি কামনা করে ও উম্মতে মুহাম্মদী (দ.) সকলের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হুজুর ক্বেবলা আল্লামা হযরত শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মা. জি. আ.)। —প্রেস বিজ্ঞপ্তি