শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের লজ্জার রেকর্ড

আপডেট : ০৯ মার্চ ২০১৯, ০৯:০১

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪৫ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের সর্বনিম্ন স্কোর। আর ক্রিকেট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোরের রেকর্ড। টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডসের সর্বনিম্ন ৩৯ রানের রেকর্ড রয়েছে।

 

সেন্ট কিটসে শুক্রবার আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ১১ ওভার ৫ বলেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩৭ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।

আরো পড়ুন : দ্বিতীয় দিনেও বৃষ্টির বাগড়া

দুই ওভারে ৬ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুঁড়িয়ে দেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। তৃতীয় ওভারে দুই ওপেনার ক্রিস গেইল ও শাই হোপকে ফিরিয়ে শুরুটা করে দিয়েছিলেন ডেভিড উইলি। এরপর ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, নিকোলাস পুরাণ আর ফ্যাবিয়ান অ্যালেনকে ফিরিয়ে মিডল অর্ডার গুঁড়িয়ে দেন জর্ডান। হেটমায়ার (১০) ও ব্রাফেট (১০) ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি কেউই।

 

 

ইত্তেফাক/ইউবি