বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ আটজন আহত

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:১৯

সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মোবারকপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সামসুল হক ও নূর হোসেনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার সকালে বালু সরবরাহকারী ড্রেজারে প্রতিপক্ষরা হামলা চালায়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টেঁটাবিদ্ধ সামসুল হকের ছেলে আব্দুল কাদির বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সানাউল্লাহর সাথে পানাম গাবতলী গ্রামের ইসমাইল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গতকাল সকালে মেঘনা নদীর তীরে রাখা ইসমাইল হোসেনের বালু সরবরাহকারী ড্রেজারে সানাউল্লাহর নেতৃত্বে ইয়াকুব আলী, ইব্রাহিম, আমজাদ হোসেন, গোলজার, মোশারফ, আল আমিন, আলম, মানসুর, নুরুল হক, আজিজুলসহ অজ্ঞাত ২০-২৫ জনের একটি দল হামলা চালায়। হামলাকারীরা ড্রেজার ভাঙচুর করে যন্ত্রাংশ লুট করে। এ সময় ড্রেজার শ্রমিকদের পিটিয়ে আহত করে হামলাকারীরা। হামলায় সামসুল হক, নূর হোসেন, আব্দুল কাদির, খলিল, তোফাজ্জলসহ ৮ জন আহত হয়। অভিযুক্ত সানাউল্লাহ বলেন, আমার উপর ইসমাইল হোসেনের লোকজন হামলা করেছে। আমিও হাসপাতালে ভর্তি রয়েছি। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ড্রেজারে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।