শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাফিক আইন অমান্যে একদিনে সোয়া ৪ হাজার মামলা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে সোয়া চার হাজার মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। 

গত শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ডিএমপির সবকটি থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২১ লাখ ৪৮ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, অভিযানকালে ১৪টি গাড়ি ডাম্পিং ও ৫৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, দায়েরকৃত ৪১৮৭টি মামলার মধ্যে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৬৬৮টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৮২টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৭টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৬৩৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮১টি মোটরসাইকেল আটক করা হয়। সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৭টি ভিডিও মামলা দেওয়া হয়।

আরও পড়ুন: পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম অপসারণ শুরু

ইত্তেফাক/এমআই