শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ২৭ শিশু-নারী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৭

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া বাংলাদেশি ২৬ নারী ও এক শিশুকে স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের হাতে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আবুল বাসার জানান, ফেরত আসা নারীরা দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্তপথে ভারতে পাচার হয়ে যায়। পরে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দু’ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে এদের স্বদেশ ফেরার ব্যবস্থা করে দেয়। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরে এসেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।