শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৪

রংপুরে ৩টি গোডাউন থেকে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের প্রায় সাড়ে ৪ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাব-১৩। গতকাল শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি  মোজাম্মেল হক। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিভাগীয় নগরী রংপুরের শালবন মিস্ত্রীপাড়া গ্রামের শিয়ালুর মোড় এলাকার ৩টি গোডাউনে এই অবৈধ ও নিষিদ্ধ পলিথিনসহ এক পলিথিন ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে র্যাব-১৩ এর অধিনায়ক আরও জানান, ওবায়দুল ইসলাম সিটি কর্পোরেশন এলাকার শালবন মিস্ত্রীপাড়া গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দীনের পুত্র। তিনি দীর্ঘদিন যাবত্  গোপনে এ ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, সাড়ে ৪ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পরবর্তীতে  মোবাইল কোর্টের মাধ্যমে উক্ত অবৈধ পলিথিন ব্যবসায়ী মো. ওবায়দুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য যে, এটি রংপুর বিভাগের সবচেয়ে বড় অবৈধ পলিথিনের উদ্ধার অভিযান।