শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডিজিটাল আইনে মামলায় যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি গ্রেফতার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ডিজিটাল নিরাপত্তা) আইনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দোহার থানায় মামলা হয়েছে। মামলায় দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরকে গ্রেফতার করে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার দোহার থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, কেরানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গ্রেফতারের পর গতকাল রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। আবু জাফর (৪০) দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আগানগর এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার দৈনিক যুগান্তরে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামালের আলিশান বাড়ি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ওইদিন বিক্ষোভ করে নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বুধবার ওসি মোস্তফা কামালের সম্পদের পাহাড় শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ করে যুগান্তর। সংবাদে গোপালগঞ্জ, সাভার, আশুলিয়ায় ওসি কামালের অঢেল সম্পত্তি ও নবাবগঞ্জে কর্মরত অবস্থায় বিভিন্ন অনিয়মের বিষয়ে তুলে ধরা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে ওসি সাজ্জাদ বলেন, মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ বাদী হয়ে দোহার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচ সাংবাদিককে আসামি করে মামলাটি করেন। এদের মধ্যে আবু জাফর একজন। অন্য চার আসামির নাম জানতে চাইলে ওসি বলেন, তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাবে না। প্লিজ কিছু মনে করবেন না। তাদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ দিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেফতারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা জেলা দক্ষিণের কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জের সাংবাদিকবৃন্দ। তারা অবিলম্বে আবু জাফরকে মুক্তি ও পুরো বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন