বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্পাদন ব্যয় হিসাব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৭

হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র

হমায়েত হোসেন, মাস্টার ট্রেইনার ও

সহকারী অধ্যাপক কোয়ালিটি এডুকেশন কলেজ, ঢাকা

 

উত্পাদন ব্যয় হিসাব (সপ্তম অধ্যায়)

 

২০১৮ সালের ডিসেম্বর মাসের বেতন সংক্রান্ত তথ্য নিম্নে দেওয়া হলো :

বিবরণ

                হাসান টাকা

রোমান টাকা

মূল বেতন

মহার্ঘ ভাতা

বাসস্থান ভাতা

যাতায়াত ভাতা (মাসিক)

ওভারটাইম (ঘণ্টা প্রতি ৬০ টাকা)

ভবিষ্যত্ তহবিলে কর্তন

সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন

অগ্রিম বেতন কর্তন

স্বাভাবিক কর্মঘণ্টা

১০,০০০

২০%

৫০%

১,০০০

২৪ ঘণ্টা

১০%

৩%

২০০

১৫,০০০

২০%

৫০%

৮০০

১৭ ঘণ্টা

১০%

৩%

৪৫০

                ২০০

ক) ওভারটাইম ভাতার পরিমাণ নির্ণয় কর।                          ০২

খ) হাসান ও রোমানের মোট বেতন নির্ণয় কর।                                     ০৪

গ) হাসান ও রোমানের নিট বেতনের পরিমাণ নির্ণয় কর ও প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।                                         ০৪

সমাধান :

ক) ওভারটাইম ভাতার পরিমাণ নির্ণয় :

                হাসানের ওভারটাইম ভাতা=(২৪´৬০)=১,৪৪০ টাকা

রোমানের ওভারটাইম ভাতা=(১৭´৬০)=১,০২০ টাকা

খ) হাসানের ও রোমানের মোট বেতন নির্ণয় :

বিবরণ

হাসান টাকা

                রোমান টাকা

উপার্জনসমূহ :

মূল বেতন

মহার্ঘ ভাতা (মূল বেতন´ ২০%)

বাসস্থান ভাতা (মূল বেতন´৫০%)

যাতায়াত ভাতা

ওভারটাইম ভাতা (ক হতে প্রাপ্ত)

                  মোট বেতন

 

১০,০০০

২,০০০

৫,০০০

১,০০০

                ১,৪৪০

                ১৯,৪৪০   

 

১৫,০০০

৩,০০০

৭,৫০০

৮০০

                ১,০২০

                ২৭,৩২০

গ) হাসান ও রোমানের নিট বেতন নির্ণয়

বিবরণ

হাসান টাকা

 রোমান টাকা

মোট বেতন (খ হতে প্রাপ্ত)

কর্তনসমূহ :

ভবিষ্যত তহবিলে কর্তন

সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন

অগ্রিম বেতন কর্তন

 মোট বেতন

নিট বেতন (মোট বেতন-মোট কর্তন)

১৯,৪৪০

 

১,০০০

৩০০

-              

 

 

 

                ১,৩০০

                ১৮,১৪০

২৭,৩২০

 

১,৫০০

৪৫০

                ৪৫০

 

 

 

                ২,৪০০     

                ২৪,৯২০

হাসান ও রোমানের

জাবেদা দাখিলা

তারিখ

হিসাবের শিরোনাম

খ.পৃ.

ডেবিট (টাকা)

ক্রেডিট (টাকা)

 

বতন হিসাব

 প্রদেয় বেতন হিসাব

( যেহেতু মোট বেতন হিসাবভুক্ত করা হলো।)                      

 

প্রদেয় বেতন হিসাব

প্রদেয় ভাউচার হিসাব

ভবিষ্যত তহবিল হিসাব

সামাজিক নিরাপত্তা তহবিল হিসাব

অগ্রিম বেতন হিসাব

(যেহেতু নিট বেতন, বিভিন্ন তহবিলে স্থানান্তর হিসাবভুক্ত করা হলো।)

 

 

 

প্রদেয় ভাউচার হিসাব

ব্যাংক হিসাব

(যেহেতু চেকে বেতন প্রদান করা হলো।)

 

৪৬,৭৬০

 

 

 

 

৪৬,৭৬০

 

 

 

 

 

 

 

 

 

৪৩,০৬০

৪৬,৭৬০

 

 

 

 

 

৪৩,০৬০

২৫০০

৭৫০

৪৫০

 

 

 

 

 

 

                ৪৩,০৬০