শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফেনীতে বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বোগদাদীয়া নামীয় স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হলে ঘটনাস্থলে লেগুনার তিন যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।  

ফেনী থানার পুলিশ ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, একটি লেগুনা ফেনী থেকে যাত্রী বোঝাই করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া বাজার যাওয়ার পথে বোগদাদীয়া নামীয় স্থানে পৌঁছলে পেছন দিক থেকে দ্রুত গতি সম্পন্ন ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। লেগুনা চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে তিনজন যাত্রী নিহত হন এবং ৭ জন যাত্রী আহত হন। আহতদেরকে দ্রুত ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

নিহতদের মধ্যে মুক্তিযোদ্ধা আবদুস ছোবহান নামের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকী দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। 

আরও পড়ুন: জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও গুলি, প্রক্টরসহ আহত ৬ 

ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হাসান শাম্মী ইত্তেফাককে জানান, আহতদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকীদেরকে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/কেকে