শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

বাঞ্ছারামপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত

পরিবেশন প্রতিযোগিতা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়  শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তঃইউনিয়ন প্রতিযোগিতায় উপজেলার হাইস্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

তিতাসে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রাশেদা আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আঃ মান্নান মিয়া, কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান মিতু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ আনোয়ারা চৌধুরী, শিক্ষা কর্মকর্তা আবদুল আউয়াল, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, পল্লী বিমোচন কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া প্রমুখ। প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গালর্স কলেজ প্রথম, মেহনাজ হোসেন মীম আদর্শ সরকারি কলেজ দ্বিতীয়, মাদ্রাসা পর্যায়ে মঙ্গলকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রথম এবং স্কুল পর্যায়ে গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ প্রথম, মাছিমপুর আর আর ইনিস্টিটিউশন দ্বিতীয় ও যৌথভাবে জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়, বাতাকান্দি উচ্চ বিদ্যালয় ও কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

নরসিংদীতে চিকিত্সা অনুদান প্রদান

নরসিংদী প্রতিনিধি বেসরকারি সংস্থা আশার সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সদস্য চিকিত্সা সহায়তা ও মৃত্যুপরবর্তী বিশেষ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার সমীরণ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিন উপস্থিত থেকে চিকিত্সা অনুদানের চেক হস্তান্তর করেন। এতে বিশেষ অতিথি ছিলেন, ডা. মো. ইব্রাহীম টিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নরসিংদী সদর ও আশা-ঢাকা বিভাগীয় কার্যালয়ের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. জসিম উদ্দীন ।

সরাইলে শুদ্ধসুরে জাতীয়

সংগীত প্রতিযোগিতা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা শুদ্ধসুরে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্য়ায়ে প্রথম হয়েছে সরাইল সরকারি কলেজ, মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় আর প্রাথমিক পর্যায়ে প্রথম হয়েছে চুন্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সভায় সভাপতিত্ব করেন ইউএনও এ এস এম মোসা। এতে উপস্থিত ছিলেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, উপজেলা প্রকৌশলী এমদাদুল হক, হোসেন প্রমুখ।

ডামুড্যায় আন্তর্জাতিক মাতৃভাষা

দিবসের প্রস্তুতি সভা

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা মঙ্গলবার ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাস্টার কামাল উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ উজ্জ্বল সিকদার, মহিল ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, উপজেলা প্রকৌশলী এস.এম ইবনে মিজান, সহকারী মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলামসহ প্রথামিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।