শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জয়ে ফিরল জুভেন্তাস ‘একসঙ্গেই খেলতে পারে রোনালদো- দিবালা’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী জুভেন্তাস ৩-০ গোলে সাসুলোকে হারিয়ে জয়ে ফেরার পর কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তাল মিলিয়ে খেলার সামর্থ্য আছে পাওলো দিবালার।

রোনালদো খেলাটিতে গোল পেলেও বদলি হিসেবে শেষ সাত মিনিটের জন্য নামা দিবালা লক্ষ্যভেদ করতে পারেননি। কিন্তু পার্মার সঙ্গে ৩-৩ গোলে ড্র করা আগের খেলাটিতে বেঞ্চে থাকায় দিবালা কোচের সিদ্ধান্তে কিছুটা বিরক্তি প্রকাশ করেছিলেন। পরে অবশ্য এজন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঠে নামানোর আগে স্যামি খেদিরা ও রোনালদোর লক্ষ্যভেদে চালকের আসনে পৌঁছে গিয়েছিল সফরকারী জুভেন্তাস। পরে এমরে কানের গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অ্যালেগ্রির শিষ্যরা। এর ফলে ২৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকা ন্যাপোলির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল তারা।

অ্যালেগ্রি ম্যাচ শেষে স্কাই স্পোর্টস ইতালিয়াকে বলেন,‘দলকে গোল হজম না করার জন্য প্রশংসা করেছি, যা বেশ গুরুত্বপূর্ণ।’ রোনালদোর সঙ্গে একই একাদশে দিবালার থাকা প্রসঙ্গে তিনি  বলেন,‘রোনালদো ও দিবালা একই দলে খেলতে পারে এবং তারা খেলবেও। কিন্তু দলকে ভারসাম্যপূর্ণ রাখতে আমাদেরকে কাজ করা অব্যাহত রাখতে হবে। সবকিছু প্রতিপক্ষের উপর নির্ভর করছে ।’

রোনালদো আসার আগের মৌসুমে ২২ গোল পাওয়া দিবালা এই মৌসুমে ২০ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন মাত্র দুইবার। অ্যালেগ্রি জানান, আর্জেন্টাইন তারকা এখনো জুভেন্তাসের জন্য বেশ গুরুত্বপূর্ণ, তবে মেনে নিয়েছেন যে- রোনালদো আসায় কিছুটা হলেও গুরুত্ব কমেছে তার।

এ প্রসঙ্গে তিনি বলেন,‘খেলোয়াড়রা হতাশ হয়, কিন্তু বেঞ্চে থাকা খেলোয়াড়দের জন্য সবসময়ই নিজেদের ব্যাটারিগুলোকে পুনরায় চার্জ দেওয়া এবং সঠিক মানসিক দৃঢ়তা ফেরানো জরুরি।’ দিবালা জুভেন্তাসে এখনো পুরনো ভূমিকাই পালন করছেন বলেই জানালেন অ্যালেগ্রি। তিনি বলেন,‘একেক খেলোয়াড়ের একেক রকমের রয়েছে। দিবালা এখনো তার আগের ভূমিকায়ই খেলছে এখানে। পার্থক্যটা শুধু রোনালদোই, যে আরও বেশি স্ট্রাইকার। সে এমন একজন খেলোয়াড় যার কিছুটা ফাঁকাস্থানের প্রয়োজন হয়।’

দুজনের প্রসঙ্গে তিনি আরো বলেন,‘কিন্তু আমাদের এখনো বক্সে খেলোয়াড় প্রয়োজন। রোনালদো দিবালাকে একসঙ্গেই খেলাতে পারেন আপনি, শুধু পরিস্থিতিটা বুঝতে হবে আপনাকে। রিয়াল মাদ্রিদে করিম বেনজেমা এবং গ্যারেথ বেলের সঙ্গে খেলেছে রোনালদো, রিয়ালে পাগলাটে কিছু হতো না।’ তিনি আরও বলেন,‘সবারই একজন সঠিক সঙ্গীর প্রয়োজন। দিবালা ও রোনালদোকে বেশ সাহায্য করে মারিও মানজুকিচ।’