শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেসির সঙ্গে যোগাযোগ নেই আর্জেন্টিনা কোচের

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন দলের তারকা লিওনেল মেসির সঙ্গে বেশ কিছুদিন ধরে যোগাযোগহীন তিনি। মহাদেশীয় এবং আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা মিলিয়ে আগের তিন আসরের চূড়ান্ত লড়াইয়ে খেলায় গেল রাশিয়া বিশ্বকাপে মেসির নেতৃত্বে শিরোপার স্বপ্ন নিয়েই গিয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু শিরোপা জয় তো দূর অস্ত, কোয়ার্টার ফাইনালেই উঠতে ব্যর্থ হয়েছিলো কোচ হোর্হে সাম্পাওলির দল। দলের ব্যর্থতার পর জাতীয় দল থেকে সাময়িকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মেসি। এরপর লিওনেল স্ক্যালোনির অধীনে মেসিহীন আর্জেন্টিনা দারুণ খেলেছে, ছয় ম্যাচের চারটিতে জয়ের পাশাপাশি ড্র করেছে একটিতে।

আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে মার্চে আন্তর্জাতিক ফুটবলে ফেরার কথা মেসির, যদিও এ ব্যাপারে বার্সা অধিনায়ক মুখ খোলেননি। সমপ্রতি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠের পাশে চিকিত্সকের শরণাপন্ন হন তিনি। আজ রাতে তার এল ক্লাসিকোয় খেলা নিয়েও আছে সংশয়। এ নিয়ে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তরে স্ক্যালোনি জানান মেসির সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ হয়নি তার। সম্প্রতি আর্জেন্টাইন জাতীয় ক্রীড়া দৈনিক ‘ওলে’কে দেয়া এক সাক্ষাত্কারে স্ক্যালোনি বলেন,‘বেশ কিছুদিন ধরেই মেসির সঙ্গে কোনো কথা হয়নি আমার।’ এল ক্লাসিকোয় মেসির খেলা নিয়ে তিনি বলেন,‘দিন দুয়েকের মধ্যে তার খেলা আছে এবং আমরা দেখবো সে খেলতে পারে কি না।’ কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতি হিসেবে আসন্ন মার্চে ভেনেজুয়েলা এবং মরক্কোর বিপক্ষে লড়বে আর্জেন্টিনা, যার প্রথমটি হবার কথা স্পেনে। সেই ম্যাচটি দিয়েই মেসি জাতীয় দলে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।