শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অনলাইনে ভুয়া প্রশ্ন বিক্রির অভিযোগে কিশোর আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

ফরিদপুর প্রতিনিধি

রবিবার রাতে ফরিদপুর শহরের লক্ষীপুর এলাকা থেকে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন অনলাইনে বিক্রির অভিযোগে এক কিশোরকে আটক করেছে র্যাব ৮ ফরিদপুর কোম্পানীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। আটক কিশোরের নাম লিপসন ইসলাম কলিন্স (১৫)।

র্যাব ৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, এ বছর কোথাও এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। তারপরও একটি প্রতারক চক্র ফেসবুকে একাধিক পেজ খুলে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদে এমন তথ্য পেয়ে অভিযানে নামে র্যাব। এরপর গভীর রাতে ফরিদপুর শহরের লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে কলিন্সকে আটক করা হয়। আটককৃতকে ফরিদপুর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।