শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই নারী নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৮

রাজধানীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উত্তরার দক্ষিণখানের কাউলা এলাকার বাসিন্দা নীলকান্তি রায় (২৩) ও অজ্ঞাত এক নারী (২৯)।

কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসীন ফারুক বলেন, ‘খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আজ শুক্রবার দক্ষিণখান কাওলা ও খিলক্ষেত রেলক্রসিং এলাকায় পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।’

বিমানবন্দর রেলস্টেশন (জিআরপি) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, ‘আজ সকাল ৯টার দিকে দক্ষিণখানের কাওলা ও আশকোনার মধ্যবর্তী স্থানে রেললাইন পারাপারের সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় নীলকান্তি রায় (২৩) নামের এক নারী ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে তার ভাই বকুল রায় নিহতের মরদেহ শনাক্ত করেন।’

আরও পড়ুন: শনিবার থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা 

অপরদিকে, সকাল ১০টার দিকে খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেলক্রসিংয়ে পারাপারের সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অজ্ঞাত এক নারী (২৯) মারা যান। নিহত ওই নারীর পরনে ছিল ছাপা রঙের একটি বোরকা। এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। বাসস

ইত্তেফাক/কেকে