শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিজয়ের ধারা অব্যাহত রাখতে হবে :প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ০০:২৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। আর কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) সংসদীয় আসনের পুন:নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের যৌথসভায় সর্বসম্মতিক্রমে তাদের এ মনোনয়ন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, একাদশ জাতীয় নির্বাচনে দল ঐক্যবদ্ধ থাকার কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে। এ বিজয়ের ধারা আগামীতেও অব্যাহত রাখতে হবে।

বৈঠকে দলের সিনিয়র নেতা নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ওই দুটি পদে দলের চূড়ান্ত প্রার্থীর নাম সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সূত্র জানায়, যৌথসভায় দীর্ঘ আলোচনার পর তাদের দু’জনের মনোনয়ন চূড়ান্ত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএনসিসির মেয়র পদে আতিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ-১ আসনে দল মনোনিত এমপি প্রার্থী ডা. জাকিয়া নূর লিপিকে নির্বাচিত করার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেন। সূত্র জানায়, যৌথ সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলের মনোনয়ন নিয়েও আলোচনা হয়। এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এই ৪৩ আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোননের জন্য ১ হাজার ৫১০ জন ফরম জমা দিয়েছেন।

তিন পৌরসভায় মনোনয়ন

পেলেন যারা

বরগুনা আমতলী পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। পটুয়াখালি সদর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম। আর খুলনা কালীগঞ্জ পৌরসভাতে মেয়র পদে আশরাফুল আলম মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।

সূত্র জানায়, গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেন। সাক্ষাত্কারে মনোনয়নপ্রত্যাশীরা দলের জন্য তাঁদের অবদানের কথা তুলে ধরেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে একজন মনোনয়নপ্রত্যাশী নিজের লেখা কবিতা প্রধানমন্ত্রীকে আবৃত্তি করে শোনান। সাক্ষাত্কার গ্রহণের সময় প্রধানমন্ত্রী সবার কথা শোনেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার নির্দেশ দেন।

তিন পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেলেন যারা

আসন্ন তিন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা হলেন, বরগুনার আমতলী পৌরসভায় মতিয়ার রহমান, পটুয়াখালী সদর পৌরসভায় কাজী আলমগীর ও ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় মো. আশরাফুল আলম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

এদিকে আসন্ন ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থীরা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে মো. আব্দুল আউয়াল, ফরক্কাবাদে মো. হুসেন আলী, বিরলে মো. মারুফ হোসেন, নীলফামারী উপজেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুরে মো. এমদাদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোলে মো. আব্দুস ছালাম, খুলনা জেলার পাইকগাছা উপজেলার লতায় দেবী রানী বিশ্বাস, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃঞ্চনগরে মোস্তফা কবিরুজ্জামান, যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়ায় মো. আব্দুল আলীম, বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লায় বেবী রানী দাস, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগরে মো. মানিক হাওলাদার, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালীতে মো. শামসুদ্দীন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদে মো. শফিকুল হাকিম মোল্যা হিরণ, ফরিদুপুর জেলার নগরকান্দা উপজেলায় তালমায় দেলোয়ারা বেগম, ফরিদপুর সদরের চাঁদপুরে মোসাঃ শামসুন্নাহার, মধুখালী উপজেলার নওপাড়ায় মো. হাবিবুর রহমান মোল্লা, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের কাচিকাটায় আবুল হাশেম, মাদারীপুর জেলার শিবচরের চরজানাজাতে জাহাঙ্গীর আলম রায়হান সরকার, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃঞ্চপুরে সৈয়দ মনিরুল ইসলাম, ময়মনসিংহ জেলঅর নান্দাইলের বীর বেতাগৈরে আব্দুল মতিন, চর বেতাগৈরে মো. আবুল হোসেন, সুনামগঞ্জ জেলার ছাতকের সিংচাপইড়ে মো. আশিকুল ইসলাম, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের রূপসদীতে (পশ্চিম) মহসিন মিঞা, নারিনগরের গোকর্ণে ছোয়াব আহমেদ হূতুল, কুমিল্লা জেলার বরুড়ার গালিমপুরে মো. রবিউল আলম, নোয়াখালী জেলার সুবর্ণচরের মোহাম্মদপুরে মোহাম্মদ আবুল কালাম, চট্টগ্রাম জেলার ফটিকছড়ির নানুপুরে সৈয়দ ওসমান গণি বাবু, খিরামে মুহাম্মদ শহীদুল আলম এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরীতে মোহাম্মদ আবুল কালাম আজাদ।

ডিএনসিসি উপ-নির্বাচনে বিশেষ দায়িত্ব পেলেন আওয়ামী লীগের ৫ নেতা

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে সমন্বয়কের বিশেষ দায়িত্ব পেলেন আওয়ামী লীগের ৫ শীর্ষ নেতা। তারা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।  যৌথ সভায় ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ও কাউন্সিলরদের বিজয় নিশ্চিতে উল্লিখিত দলের ৫ শীর্ষ নেতাকে নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর প্রার্থী সিলকশনেও সমন্বয়ক টিম করে দেন দলীয় সভানেত্রী।  ওই নেতারারাই এসব টিমের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে কিশোরগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই মনিটরিং করবেন।’

ডাকসু নির্বাচনের সমন্বয়কের দায়িত্ব পেলেন তোফায়েল আহমেদ

সূত্র জানায়, আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সমন্বয়ক হিসেবে উপদেষ্টা পরিষদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে। ১৯৯০ সালের পর আর নির্বাচন হয়নি।