বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টে ক শ ট

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ২০:৩২

এর আগে লিপফ্রগ শিশুদের উপযোগী করে ট্যাবলেট পিসি তৈরি করেছে। সেই ধারাবাহিকতায় এবারে তারা তৈরি করেছে শিশুদের হাতঘড়ির মতো করে পড়ার উপযোগী লিপব্যান্ড। শিক্ষামূলক গ্যাজেটটি তৈরি করা হয়েছে ৪ থেকে ৭ বছর বয়সী শিশুদের জন্য। এর মাধ্যমে শিশুদের শারীরিক পরিশ্রমের বিভিন্ন তথ্য যেমন ট্র্যাক করা যাবে, তেমনি রয়েছে বিভিন্ন শিক্ষামূলক গেম। এতে রয়েছে বিভিন্ন ধরনের অডিও ইনস্ট্রাকশন, যা শিশুকে সবসময় সক্রিয় রাখবে।

০০০

কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া লেগেছে আমাদের ব্যবহূত সামগ্রীসমূহেও। ছবিতে একটি সুটকেস দেখা যেটি নিজে নিজেই এর নিয়ন্ত্রণকারীর সঙ্গে চলতে থাকে। এটি ঘন্টায় ১১ কিলোমিটার বেগে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারে। বিশ্বের অন্যতম বৃতত্তম প্রযুক্তি পণ্য প্রদর্শনী সিইএস-এ দেখা গিয়েছে। সুটকেসটির নাম ‘ফরওয়াডেক্স সিএক্স-১ সুটকেস’।                           সূত্র: সিনেট