শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনায় অনিয়মে প্রাথমিক শিক্ষা বিভাগের বদলি স্থগিত দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫৩

খুলনা অফিস

অনিয়মের অভিযোগে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দুজন কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বুধবারের আলাদা দুটি আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২’র উপ-সচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। অভিযোগ তদন্তপূর্বক সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত বদলি কার্যক্রম স্থগিত করা হলো। একই সঙ্গে ১ জানুয়ারি থেকে বদলি আদেশ জারি করা বদলিগুলোও বাতিল করা হলো।

মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১’র উপ-সচিব মনোয়ারা ইসলাম স্বাক্ষরিত অপর আদেশে উল্লেখ করা হয়, খুলনা সহকারী প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং সদর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহে সংযুক্তি করা হলো। উল্লিখিত দুই কর্মকর্তা শিক্ষক বদলি সংক্রান্ত অনিয়মের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে।