বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘রোনালদোর ব্যর্থতার চেয়ে জয় গুরুত্বপূর্ণ’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৫১

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি ব্যর্থতাকে আমলে নিচ্ছেন না জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। রোনালদো গোলহীন থাকার পরও অবশ্য জুভেন্তাস ৩-০ গোলে শিয়েভোর বিরুদ্ধে জিতেছে।

এ নিয়ে ইতালির শীর্ষ লিগে ক্লাবটি ২০ খেলার মধ্যে ১৮টিতেই জয় পেল। তবে আগামী রবিবারে ল্যাজিওর বিরুদ্ধে তাদের কঠিন খেলা আছে। কেননা ল্যাজিও’রও লক্ষ্য শীর্ষ চারে থাকা। বর্তমানে এ অবস্থানে আছে জুভেন্তাস, নাপোলি, ইন্টারমিলান ও এসি মিলান।  রোনালদো এদিন গোল না পেলেও সিরি আ নামে খ্যাত লিগটিতে যুগ্মভাবে শীর্ষ গোলদাতা হিসেবেই আছেন। গত সোমবারের খেলাটিতে রোনালদো দ্বিতীয়ার্ধে পেনাল্টি নিয়েছিলেন। কিন্তু ডগলাস কস্তা, এমরে কেন ও ড্যানিয়েলে রুগানি গোল করায় জুভেন্তাস নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে নয় পয়েন্টে এগিয়ে থাকে। কোচ অ্যালেগ্রি অবশ্য রোনালদোর ব্যর্থতা নয়, তার দলের জয়কেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। জুভেন্তাস কোচের মতে, ‘আমি মনে করি না রোনালদো তার ক্যারিয়ারে এই প্রথম পেনাল্টিতে ব্যর্থ  হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শেষ পর্যন্ত দল যে জিততে পেরেছে। সে (রোনালদো) গোল করতে চেয়েছিল এবং দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলছিল।’