শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেটের নতুন অধিনায়ক তানভীর

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৪৯

স্পোর্টস রিপোর্টার

স্টিভেন স্মিথের সাথেই মেলানো রইলো ডেভি ওয়ার্নারের ভাগ্য।

একসাথে নিষিদ্ধ দুই ক্রিকেটার একসাথে বিপিএল খেলতে এসেছিলেন। স্মিথের মতোই কনুইয়ের ইনজুরিতে ওয়ার্নার দেশে ফিরে গেলেন। আর স্মিথের অনুপস্থিতি কুমিল্লা যেমন অধিনায়কত্ব নিয়ে বিপাকে পড়েছিল, তেমনই বিপাকে পড়েছে এখন সিলেট সিক্সার্স। তারা গতকাল জানিয়ে দিয়েছে, ওয়ার্নারের বদলি হিসেবে দলটির বাকি টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন পাকিস্তানি পেসার সোহেল তানভীর।

 সোহেল তানভীর নিজে অবশ্য সিলেট সিক্সার্স একাদশের নিয়মিত সদস্য নন। দলের ৭টি ম্যাচের ৩টিতে খেলেছেন এই পেসার। তারপরও এই দায়িত্ব পেয়ে খুশি তিনি। বলছিলেন, অধিনায়কত্ব নিয়ে তার আগের অভিজ্ঞতা আছে, ‘দেখুন, আমি এটা (অধিনায়কত্ব) আগে অনেকবার করেছি। আমি পাকিস্তানে আমার স্থানীয় দলে অধিনায়কত্ব করেছি, কানাডা লিগে করেছি। ফলে এটা আমার জন্য নতুন কিছু নয়। তবে আমি ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি, আমার যোগ্যতায় আস্থা রাখার জন্য। আমি চেষ্টা করবো।’

অধিনায়ক হিসেবে তার বড় চ্যালেঞ্জ হবে সিলেটকে বর্তমান অবস্থা থেকে টেনে তুলে প্লে অফের রাস্তায় হাটানো। সেটা সম্ভব বলেই দাবি করলেন তানভীর, ‘হ্যাঁ, আমরা এখন আদর্শ অবস্থায় নেই। তবে আমরা দলের মানসিকতা চাঙ্গা করার চেষ্টা করবো। এটা স্রেফ একটা বা দুটো ম্যাচের ব্যাপার। একবার গতিটা পেয়ে গেলে কী হবে, সেটা কেউ জানে না। হ্যাঁ, আমাদের হাতে পাঁচটা ম্যাচ আছে। আমাদেরকে প্লে অফের জন্য টিকে থাকতে গেলে এর মধ্যে অন্তত তিন বা চারটে ম্যাচ জিততে হবে। আমি ক্রিকেটারদের সাথে কথা বলেছি। আমরা যদি টানা দুই তিনটে ম্যাচ হারতে পারি, টানা দুই তিনটে ম্যাচ জিততেও পারি।’

তানভীরের একটা সুবিধা হলো, তার দলের কোচ তার স্বদেশী ওয়াকার ইউনুস। সে ক্ষেত্রে দুজনের বোঝাপড়াটা ভালো হবে বলেই সোহেল তানভীরের বিশ্বাস, ‘আমি ওয়াকার ভাইয়ের সাথে পাকিস্তান দলে একসাথে কাজ করেছি। উনি খুব আবেগী একজন মানুষ। আর ওনার সাথে আমার ভাষার কোনো বাধা নেই। আমাদের যেরকম পরিকল্পনা, তাতে আমরা একটা একটা করে ম্যাচ নিয়ে ভাববো।’

তানভীর বলছেন, তাদের সমস্যা হলো, দল হিসেবে সব বিভাগে একসাথে জ্বলে উঠতে পারছেন না তারা। আর এই সমস্যারই সমাধান করতে চান নতুন অধিনায়ক, ‘সমস্যা হলো, আমরা ভালো ক্রিকেট খেলছি কিন্তু সেটা একসাথে করতে পারছি না। কোনো কোনো খেলায় আমরা ব্যাটে ভালো করছি, বলে খারাপ করছি। আবার বলে ভালো করছি, ব্যাটে খারাপ করছি। আমার মনে হয়, আমাদের ফিরে আসার ভালো সম্ভাবনা আছে।’ 

নিজে অধিনায়ক হলেও বিদায় নেওয়া ডেভিড ওয়ার্নারের ব্যাপারে প্রশংসা করতে ভুল করলেন না তানভীর। তিনি বললেন, সিলেট একজন ভালো নেতা হারিয়েছে ওয়ার্নারের বিদায়ে, ‘হ্যা, আমরা ওয়ার্নারকে খুব মিস করবো। স্রেফ একজন ব্যাটসম্যান হিসেবে নয়, একজন ভালো নেতা হিসেবেও। তবে আমাদের হাতে ব্যাকআপ পরিকল্পনা আছে।’