শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেঘালয়ে খনিতে আটকা শ্রমিকদের ১ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ১৬:৫০

অবশেষে উদ্ধার হলো ভারতের মেঘালয়ের খনিগর্ভে আটকে থাকা ১৫জন শ্রমিকের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ৩৩দিন পর শ্রমিকদের কারো নিথর দেহের খোজ পেলেন উদ্ধারকর্মীরা৷ বৃহস্পতিবার খনির মুখে লাশটি নিয়ে আসা হয়৷ বিবিসি, এনডিটিভি।

উদ্ধারকাজে নিয়োজিত এক কর্মকর্তা জানান, চিকিৎসক ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হবে ৷

গত ১৩ ডিসেম্বর মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় এলাকার একটি বেআইনি কয়লাখনিতে পানি ঢুকে পড়লে আটকে পড়েন ওই ১৫ জন শ্রমিক৷ তাদের উদ্ধার করতে ব্যর্থ হয় ভারতীয় নৌবাহিনীর ডুবুরিরা৷ সফল হননি ওডিশার দমকল কর্মীরাও৷ এতে শ্রমিকদের বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল তাদের পরিবার।

পরে ভারতীয় নৌবাহিনী বিশেষ উদ্যোগ নেয়। আন্ডার ওয়াটার রিমোটলি অপোরেটেড যানের সাহায্যে খনির অতিগভীরে পৌঁছে যান কর্মীরা৷ সেখান থেকেই চিহ্নিত করা হলো প্রথম কোন মরদেহ।

অনেক পানি পাম্পের সাহায্যে বের করে দেওয়া হয়। তবু প্রায় ৩৫০ ফুট গভীর পানি ভেতরে ঢুকে পড়ায় উদ্ধারকাজে ব্যাপক সমস্যা হয়। নানা ঝক্কি পেরিয়ে অবশেষে একজনের মরদেহ বের আনতে সমর্থ হয়েছেন ডুবুরিরা।

জানা গেছে, মেঘালয় সরকারের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও রাজ্যজুড়ে অবৈধভাবে চলছে খনি খনন৷ তবে এর আগে বাংলাদেশের প্রতিবেশি রাজ্যটির কোন খনিতে এতবড় বিপর্যয়ের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ সিজার অপারেশন পিছিয়ে ভোট দিয়ে আলোচনায় টিউলিপ

ইত্তেফাক/টিএস