শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঐক্যফ্রন্টকে সংসদে যোগদানের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:০৩

ইত্তেফাক রিপোর্ট

সংসদ বর্জন না করে গঠনমূলক সমালোচনা করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবার জন্য ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। তিনি বলেন, বিদেশিদের নিকট নালিশ না করে জনগণের নিকট ক্ষমা চেয়ে রাজনীতি করুন। ষড়যন্ত্র পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতি করুন। সংসদে যোগদান দিন। গতকাল জাতীয় প্রেসক্লাবে সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থা আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে মন্ত্রী বলেন, আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ছিলেন সৈয়দ আশরাফুল ইসলামের পিতা। সৈয়দ নজরুল ইসলাম ছিলেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ও পন্ডিত ব্যক্তি। সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন সেই গর্বিত পিতার যোগ্য সন্তান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. মাহবুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন এম এ করিম, বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সদস্য কুদ্দুস আফ্রাদ, জাকির হোসেন ও মোহাম্মদ খান মজলিশ প্রমুখ।