শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া সেই যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২২:৩২

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ১৪ নভেম্বর দেশলাই দিয়ে পুলিশের গাড়ি পোড়ানো সেই যুবক গ্রেপ্তার হয়েছে। তার নাম মোঃ ওয়াসিম। বুধবার রাতে পল্লবীর মুসলিম বিহারী ক্যাম্প থেকে পল্লবী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াসিম আগুন দেওয়ার কথা স্বীকার করেছে। আজ শুক্রবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠাবে পুলিশ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের মনোনয়নপত্র বিক্রির সময় বিএনপি কার্যালয়ের পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় হেলমেট পরা এক যুবককে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা যায়। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই পুলিশ ওই যুবককে খুঁজছিল। গতকাল  ঢাকা মহানগর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের ডিবি অ্যান্ড প্রসিকিউশন  বিভাগের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন। তিনি বলেন, ওই ঘটনায় ওয়াসিমসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে এরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।