বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নলডাঙ্গায় বাঁধ ভেঙে দিলেন ইউএনও

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ২১:২১

নাটোরের নলডাঙ্গায় কালভার্টের নিচে বাঁধ দিয়ে পানির গতিপথ বন্ধ করে মাছ চাষ করছিল স্থানীয় প্রভাবশালীরা। এতে উপজেলার পূর্ব মাধনগর কদমতলী ঈদগাঁহ এলাকার একটি গোরস্থান ও এর আশপাশের এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে এলাকাবাসী। খবর পেয়ে সোমবার সকালে অভিযান চালিয়ে কালভার্টের নিচের ইটের দেয়ালে বাঁধ ভেঙে তা উন্মুক্ত করে দেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা প্রশাসন ও মাধনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য ডলার হোসেন জানান, ভট্টপাড়া সড়কের একটি কালভার্টের নিচে ইটের দেয়াল দিয়ে পানির গতিপথ বন্ধ করে মাছ চাষ করছিল প্রভাবশালীরা। এতে পূর্ব মাধনগর কদমতলী ঈদগাঁহ এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিষয়টি জেনে ইউএনও বাঁধটি ভেঙে দেন।