শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট এলাকায় জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০০:৪৪

রাজধানীর উত্তরা ১৮নং সেক্টরে অবস্থিত রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট এলাকায় গতকাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী জাতীয় শোক দিবস উদ্যাপিত হয়েছে। রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট ব্লক- মালিক কল্যাণ সমিতি আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, শোক শোভাযাত্রা, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি, শোকের গান আলোচনা সভা।

১৭নং মাধবীলতা ভবনের মাল্টিপারপাস রুমে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো. ফরিদ আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি প্রফেসর . ইঞ্জিনিয়ার আমিনুল হক, জেলা জজ মাহমুদ কবির, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব . মোহাম্মদ নান্নু মোল্লা. মো. আজহার আলী মিঞা, কে এম জাহিদুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, মো. আশরাফ আলী, মো. জহিরুল ইসলাম রায়হান, সৈয়দা মনিরা আক্তার খাতুন, রিজিয়া বেগম, মাহমুদুল হোসেন রাসেল, জান্নাতুল ফেরদৌস কেয়া প্রমুখ। বিজ্ঞপ্তি