শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রংপুরে সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:৪৯

রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা সেতুর রেলিং ভেঙে শনিবার দুপুরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঘট নদীতে পড়ে যায়। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ট্রাক চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রংপুর জেলা ট্রাফিক ইনচার্জ ফিরোজ মাহামুদ জানান, ট্রাকটি একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। রংপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ছুটে আসেন এবং ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ট্রাকচালক ও সহকারীকে উদ্ধার করে। ট্রাকটি উত্তোলনের পর আরও কেউ রয়েছে কি না তা নিশ্চিত হওয়া যাবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিঠাপুকুর ও তাজহাট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার কাজ চলছিল। 

উল্লেখ্য, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সীমানা এবং মহানগরীর প্রবেশদ্বারে ঘাঘট নদীর উপর অবস্থিত দমদমা সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর উপর রাস্তা সংস্কার কাজে ব্যবহূত বিটুমিন পাথর বোঝাই ট্রাকটিই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে।