শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৬ টি মিসড কলেই গায়েব ২ কোটি টাকা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১২:৩৮

মোবাইলে মিসড কল করে জালিয়াতি বিপুল অর্থ। গ্রাহকের অজান্তে ঘটলো এই ঘটনা। ৬ টি মিসড কলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ২.২৪ কোটি টাকা

এমন ঘটনা ঘটেছে ভারতে। ভুক্তভোগী ওই ব্যক্তি মুম্বাইয়ের ব্যবসায়ী। 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত ২৭ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর রাতে ভুক্তভোগী ওই ব্যক্তির ফোনে করা হয় মোট ৬টি মিসড কল। এরপর ওই ব্যক্তির সিমকার্ডটি অচল হয়ে যায়। 

একপর্যায়ে তিনি দেখেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২.২৪ কোটি টাকা গায়েব। 

ইতিমধ্যে ওই ব্যক্তি মুম্বাই থানায় মামলা দায়ের করেছেন। তদন্তের জন্য পুলিশ ওই ব্যক্তির পরিচয় গোপন রেখেছেন।

পুলিশকে ওই ব্যবসায়ী বলেন, ৬টি মিসড কল দেখে আমার সংশয় হয়। এর মধ্যে দুইটি মিসড কল ছিল ব্রিটেনের। 

এরমধ্যে তার ফোন কাজ না করায় তিনি সার্ভিস প্রোভাইডারের সঙ্গে যোগাযোগ করেন। তবে সেখানে ফোন করে জানতে পারেন তার অনুরোধেই সিমকার্ড বন্ধ করে দেওয়া হয়েছে।  

‘সার্ভিস প্রোভাইডার জানায়, আমি নাকি ২৭ ডিসেম্বর রাত ১১.১৫ নাগাদ  ফোন করে সিম কার্ড ব্লক করেছি,' বলেন ওই ব্যবসায়ী।

তিনি আরো জানান, তার অ্যাকাউন্ট থেকে ২৮টি লেনদেন করা হয়েছে। কিন্তু সিমকার্ড ব্লক থাকায় তিনি জানতেও পারেননি। পরে তার এক কর্মচারী একটি ফান্ড ট্রান্সফারের জন্য ব্যঙ্কে গেলে তিনি জানতে পারেন তাকে প্রতারণা করা হয়েছে। 

আরো পড়ুন: গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক সহযোগীতার আহ্বান তাইওয়ানের 

ভারতের সাইবার অফিসারেরা একে ‘সিম সোয়াপ' বলছেন। এই পদ্ধতিতে অপরাধীরা তথ্যের অধিকার পেয়ে ওটিপি ব্যবহার করে টাকা ট্রান্সফার করে নেয়। সিম সোয়াপ জালিয়াতির নতুন পদ্ধতি বলে জানান তারা।

শিগগিরই এই তদন্তের সমাধান হবে বলে দেশটির পুলিশ জানান।  

ইত্তেফাক/এসআর