শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাড়ি বাড়ি গিয়ে ফুলের শুভেচ্ছা জানালেন টাঙ্গাইল-২ আসনের নবনির্বাচিত এমপি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ০৩:০১

খুন-রাহাজানি বন্ধ এবং মহল্লাবাসীকে সন্ত্রাস ও সংঘর্ষের পথ থেকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য ছোট মনির। মঙ্গলবার ফুলেল শুভেচ্ছা জানাতে তিনি ওই মহল্লায় প্রবেশ করেন। তিনি মহল্লার প্রতিটি বাড়ি-ঘর, দোকানপাটে ফুল নিয়ে হাজির হন।

ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় তিনি সেখানকার বিএনপি কর্মী-সমর্থকদের বলেন, আর নয় সংঘর্ষ, বোমাবাজি ও রক্তক্ষরণ। আজ থেকে ফুল বিনিময় হবে। ভালোবাসা বিনিময় হবে। বছরের প্রথম দিন থেকেই শিশুরা অস্ত্র হাতে নয়, বই হাতে নিয়ে স্কুলে যাবে। মা-বোনরা দা-কোদাল নিয়ে রাস্তায় মারামারি করতে বেরুবে না। তারা শান্তিপূর্ণভাবে ঘর সংসার সামলাবে।

এ সময়ে মহল্লার শত শত নারী-পুরুষ ও শিশু তার হাত থেকে ফুল নিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

নবনির্বাচিত এমপির সাথে পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলামসহ দলীয় নেতা-কর্মী ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু