বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আদালতের রায়ের আগে রামমন্দির নিয়ে পদক্ষেপ নয় ---------------- মোদী

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ০০:২৩

রাম মন্দির ইস্যুতে এই প্রথম নীরবতা ভাঙলেরন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামমন্দির নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন, সুপ্রিম কোর্টের রায়ের আগে মন্দির নির্মাণ নিয়ে অধ্যাদেশ জারি করা হবে না। রামমন্দির সংক্রান্ত মামলার নিষ্পত্তির পরেই এ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

রামমন্দির সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। কবে থেকে মামলার শুনানি শুরু হবে তা চলতি মাসে জানানো হবে। গতকাল মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাত্কার দেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই রামমন্দির নির্মাণ প্রসঙ্গ উঠলে এ কথা জানান তিনি। ওই সাক্ষাত্কারে মোদী বলেন, মামলার আগে নিষ্পত্তি হোক। তারপর কেন্দ্রীয় সরকারের যা কর্তব্য তাই করা হবে। মন্দির নির্মাণের বিষয়টা সংবিধান মেনেই হবে। পাশাপাশি রামমন্দিরের শুনানিতে দেরি হওয়ার জন্য কংগ্রেসকে দায়ী করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, কোর্টে কংগ্রেসের আইনজীবীরা বাধার সৃষ্টি করেছেন। তাদের এগুলো বন্ধ করা উচিত। বিচারব্যবস্থাকে তার মতোই চলতে দিন। রাম মন্দির নির্মাণ নিয়ে ক্রমাগত চাপ দিয়ে চলেছে আরএসএস। ক্রমাগত চাপ আসছে সাধু-সন্ত সমাজ থেকেও। তাদের দাবি, দ্রুত মন্দির নির্মাণ নিয়ে অধ্যাদেশ এনে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্র। -আনন্দবাজার পত্রিকা