শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অগ্নিকাণ্ডের দায় এড়াতে পারে না ইউনাইটেড হাসপাতাল

আপডেট : ১১ জুন ২০২০, ০০:৩১

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে গত ২৭ মে রাতের অগ্নিকাণ্ডের নেপথ্যে কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি। তারা বলছে, ফায়ার সনদ ছাড়া বসানো ঐ করোনা ইউনিটে অগ্নিনির্বাপণের সরঞ্জাম ছিল না। রাখা হয়নি আগুনের সময় জরুরি নির্গমন পথ। ত্রুটিপূর্ণ জেনেও শীতাতপ নিয়ন্ত্রিত পুরনো মেশিন বসানো হয়েছে করোনা ইউনিটে। অগ্নিনির্বাপণের জন্য রাখা ফায়ার স্টুইংগুইসারগুলো মেয়াদোত্তীর্ণ ছিল। গতকাল বুধবার ফায়ার সার্ভিসের গঠন করা কমিটি সংস্থাটির মহাপরিচালকের (ডিজি) কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে তারা চিকিত্সাধীন পাঁচ রোগীর প্রাণহানির জন্য ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতিকে দায়ী করেছে।

তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ঢাকা)  দেবাশীষ বর্ধন বলেন, আমরা অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিবরণ এবং একই সঙ্গে প্রতিকারে সুপারিশ করেছি। তারা করোনা ইউনিটে কোনো ধরনের ফায়ার এক্সিট রাখেনি। ভস্মীভূত করোনা ইউনিটটি অস্থায়ীভাবে তৈরি করা ছিল। পার্টিশনগুলো পারটেক্স দিয়ে তৈরি, যা অতিমাত্রায় দাহ্য।