শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেনাপোল সীমান্তে বিজিবির ওপর চোরকারবারীদের হামলা

আপডেট : ০৮ জুন ২০২০, ২১:৩২

বেনাপোলের দৌলতপুর সীমান্তের বালুর মাঠ এলাকায় বিজিবি’র মাদক বিরোধী অভিযানে টহল বিজিবির ওপর মাদক চোরাকারবারীদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বিজিবি সরকারি সম্পদ ও জানমাল রক্ষার্থে চোরাচালানীদের ওপর ৩ রাউন্ড গুলিবর্ষণ করেন। এ সময় হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদক চোরাকারবারী মো. রহমত আলী(২৬)। সে দৌলতপুর (খালধার পাড়া) এলাকার হাফিজুর রহমানের ছেলে। তার কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় অস্ত্র ও ফেন্সিডিল। গুলিবিদ্ধ আসামি রহমতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:  লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা: অন অ্যারাইভাল-ট্যুরিস্ট ভিসায় পাচার করা হয়েছিল

খুলনা ব্যাটালিয়নের ২১ বিজিবির  পরিচালক মোহম্মদ মনজুর-ই এলাহী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  দৌলতপুর সীমান্তে টহল বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযানে এ সীমান্তের বালুর মাঠ এলাকায় গেলে মাদকদ্রব্য চোরাকারবারীর একটি দল বিজিবি টহলকে দেখে চ্যালেঞ্চ করে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আক্রমণ করার চেষ্টা করে। এসময় বিজিবি ৩ রাউন্ড গুলি চালায়।

গ্রেফতারকৃত আসামি রহমতের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

ইত্তেফাক/এএএম