শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঠাকুরগাঁওয়ে করোনায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২০, ২১:০৩

ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রওশন আলী (৬০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যায় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো মাহফুজার রহমান সরকার। 

মৃত রওশন আলী শহরের মুসলিম নগর এলাকার মৃত হবিবর রহমানের ছেলে। তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও একতা রাইস মিলের স্বত্বাধিকারী। 

সিভিল সার্জন জানান, বিকালে হঠাৎ করেই আক্রান্ত রওশন আলীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলের উদ্দেশ্যে রওনা করা হয়। পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বীরগঞ্জের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। রওশন আলীর ডায়াবেটিক, লিভার ও হার্ডের সমস্যা ছিল।

গত ২৯ মে রওশন আলীর নমুনা সংগ্রহ করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষা শেষে ১ জুন ফলাফলে তার করোনা ভাইরাস সংক্রামণ ধরা পড়ে। 


ইত্তেফাক/ইউবি