শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিলেটে ৪১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮

সিলেটের তিন জেলায় ৪১ প্রার্থীর জামানত বাতিল হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় তিনজন, হবিগঞ্জে ১৬ জন  ও সুনামগঞ্জে ২২ প্রার্থী রয়েছেন। সিলেট-৬ আসনে তিন প্রার্থীর জামানত বাতিল হয়েছে। এরা হলেন- বিকল্পধারার প্রার্থী শমসের মবিন চৌধুরী। অবশ্য তিনি গত ১৯ ডিসেম্বর মহাজোট প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। অন্যরা হলেন, ইসলামী আন্দোলনের আজমল হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসেন মিয়া মিলু।

মুক্তাদিরের বাসায় মোমেন: সিলেট-১ আসনে বিজয়ী হওয়ার পর ড. এ কে আব্দুল মোমেন গত রবিবার রাতে বলেছেন, তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো যেন রক্ষা করতে পারেন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও  কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে ড. মোমেন বিএনপির পরাজিত প্রার্থী মুক্তাদিরের সঙ্গে সাক্ষাত্ করার জন্য গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার বাসায় যান। এ সময় মুক্তাদির বাসায় না থাকায় তার সঙ্গে দেখা হয়নি। তবে মুক্তাদিরের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন মোমেন। এছাড়া মুক্তাদিরের বাসায় বসে ফোনে যোগাযোগ করেন তিনি। সিলেটের উন্নয়নে মুক্তাদিরকে সঙ্গে নিয়েই কাজ করবেন বলে জানান তিনি।