শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘জাদুশিল্পীরা খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন’

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২০:১৯

 

করোনা ভাইরাসের কারণে শিল্পীদের অনেকেই আর্থিক দিক থেকে খারাপ সময় পার করছেন। এরমধ্যে রয়েছেন জাদুশিল্পীরাও। এবার তাদের পাশে দাঁড়িয়েছে ‘উঠবো আমি জেগে’ নামে একটি সংগঠন। এটির উদ্যোক্তা মো. রাজিব হাসান ও সুমাইয়া তামান্নাসহ একদল তরুণ উদীয়মান, উদ্যমী স্বেচ্ছাসেবক। এরইমধ্যে জাদুশিল্পীদের সংগঠন ইয়ুথ ম্যাজিশিয়ান সোসাইটি বাংলাদেশকে সহায়তা করেছেন তারা। এ প্রসঙ্গে জাদুশিল্পী শাহীন শাহ বলেন, ‘করোনার কারণে শো বন্ধ থাকায় জাদুশিল্পীরা খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন। আমি তাদের জন্য প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশের বিত্তবান মানুষদের কাছে সাহায্যের প্রার্থনা করেছি। এরইমধ্যে উঠবো আমি জেগে সংগঠনটি আমাদের কয়েকজনকে সহযোগিতা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’ এদিক উঠবো আমি জেগে সংগঠনটির যাত্রা শুরু হয় করোনাকে কেন্দ্র করে। বাংলাদেশে তারা আঞ্চলিকভাবে ‘বন্ধু ক্যাম্প’ নামে পরিচিত।