শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিয়ামতপুর বাজারে মত্স্যঘর প্রয়োজন

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২২:০৭

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন নিয়ামতপুর বাজারে মত্স্যঘর নেই। ফলে অস্বাস্থ্যকর পরিবেশে মাছ বিক্রি হচ্ছে। বোয়াল, পাঙ্গাশ, বিকেট ও তেলাপিয়াসহ বিভিন্ন মাছ কিনতে বাজারটিতে দূরদূরান্ত থেকে আসা লোকজনের সমাগম হয়। অথচ এটি বিশাল একটি দৈনিক বাজার সত্ত্বেও এখন পর্যন্ত মাছের ঘর না থাকায় ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের শেষ নেই; বৃষ্টির দিনে কাদা তৈরি হয়ে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করে। মাছ বিক্রির স্থানের প্রচুর সংকুলান এখানে। তাই ক্রেতাদের চলাফেরায় বিঘ্ন ঘটে। বাজারের ভেতরে এবং আশেপাশে বহু খোলা জায়গা আছে। পরিশেষে, সুবিধাজনক স্থানে একটি মত্স্যঘর তৈরির জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ আবদুল্ল­াহ

ভাটিয়া পূর্বপাড়া, নিয়ামতপুর,

করিমগঞ্জ, কিশোরগঞ্জ