শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেপুটি এটর্নি জেনারেল নজীবুর রহমানের ইন্তেকাল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:৩৩

সরকারের আইন কর্মকর্তা ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. নজীবুর রহমান (৬০) আর নেই। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে নৌকার প্রচারণা মিছিলে গিয়ে তিনি বুকে ব্যথা অনুভব করে রাস্তায় ঢলে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার নির্বাচনী এলাকায় মিছিল করছিলেন। এই মিছিলে ছিলেন নজীবুর রহমান। মিছিলটি ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আসার পর রাস্তায় ঢলে পড়েন তিনি। এ সময় তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, নজীবুর রহমান মিছিলের মাঝে হার্ট অ্যাটাক করে মারা যান। সুপ্রিম কোর্ট সূত্র জানা গেছে, নজীবুর রহমানের প্রথম জানাজা হবে আজ শুক্রবার জুমার নামাজের পর। এরপর দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।