শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুক্তির পর তালেবানের ওপর প্রথম বিমান হামলা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:২৭

আফগানিস্তানে তালেবান বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২৯ ফেব্রুয়ারি শান্তি চুক্তির পর এই প্রথম হামলা চালাল মার্কিন বাহিনী। এর আগের দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ফোনালাপ করেন। এ হামলা শান্তি চুক্তি ব্যাহত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৯ ফেব্রুয়ারি দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি হয়।—খবর বিবিসি ও আল-জাজিরার

মার্কিন বাহিনীর কর্নেল সোন্নি লেগে্গত টুইট বার্তায় জানিয়েছেন, হেলমান্দ প্রদেশের নহর-ই-সেরাজে তালেবানের ওপর হামলা চালানো হয়। এই স্থানে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছে তালেবানরা। অন্তত ৪৩টি তল্লাশির স্থানে তালেবান হামলা করেছে। কর্নেল বলেন, মার্কিন বিমান হামলা প্রতিরক্ষামূলক। সোন্নি লেগে্গত বলেন, যুক্তরাষ্ট্র শান্তি রক্ষা করতেই শান্তি চুক্তি করেছিল। কিন্তু তালেবানের অপ্রয়োজনীয় হামলা বন্ধ করতেই বিমান হামলা করা হয়েছে।                হেলমান্দ প্রদেশের পুলিশের মুখপাত্র মোহাম্মদ জামান হামদার্দ জানান, গত দুই দিন ধরে তালেবান আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন জেলার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এতে অন্তত ১০ সৈন্য ও পুলিশের চার সদস্য নিহত হয়েছেন।