শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরগুনায় রিফাত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার শেষ সাক্ষী ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সাক্ষ্যগ্রহণ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় তার সাক্ষ্যগ্রহণ। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হাওলাদার। সাক্ষ্যগ্রহণ শেষ হলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরকে আসামিপক্ষের ৯ জন আইনজীবী জেরা করেন বলেও জানান তিনি। জেরা চলবে আগামী আরো দুই কার্যদিবস। এছাড়া এ মামলার আসামি আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেনের দাখিল করা তদন্ত প্রতিবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। মিন্নির আইনজীবীর সময় প্রার্থনার জন্য আদালত তদন্ত প্রতিবেদনের শুনানির তারিখ পিছিয়ে দেন।