বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাখিদের অভয়ারণ্য করতোয়া নদী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৭

চলনবিলের পানি শুকিয়ে গেছে। পুকুর, ডোবা, নালা, খাল সব খানেই মৎস্য জীবীদের বিচরণ। নিরুপায় পাখিরা আশ্রয় নিয়েছে করতোয়া নদীতে। স্থানীয়দের নজরদারিতে ঐ নদীর ব্রিজ সংলগ্ন জলাশয়টি এখন যেন পাখিদের অভয়ারণ্য। করতোয়া নদী সিরাজগঞ্জ জেলাধীন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের সীমান্তবর্তী নওগাঁ এলাকায়।

স্থানীয় জিল্লুর রহমান, জাহের আলী, গোপাল চন্দ্র ঘোষ, ছাবিহা খাতুন, খাদিজা পারভিন বলেন, খাবারের লোভে প্রতিবছর শীত মৌসুমে ঝাঁকে-ঝাঁকে অতিথি পাখি চলনবিল এলাকায় আসে। রং-বেরঙের বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে ভরে ওঠে গোটা চলনবিল। তবে বর্ষার পানি শুকিয়ে যাওয়ার সাথে পাখিরা জড়ো হতে থাকে করতোয়া নদীতে।

সরেজমিনে দেখা যায়, করতোয়া নদীর ঐ জলাশয়ে কয়েক হাজার পাখি। তাদের হাঁক-ডাকে মুখরিত জলাশয় এলাকা। দলে-দলে বালিহাঁস পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে। গাছের ডালে বসে আছে ছোটো পানকৌড়ি, বড়ো পানকৌড়ি, সাদা বক, ধুসর বক ও মাছরাঙ্গা । মাঝে মধ্যে গাঙচিলের আক্রমণে পাখিগুলো গাছের ডাল ও পানি থেকে ঝাঁকে বেধে উড়ে উঠছে। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ।

এ প্রসঙ্গে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান দৈনিক ইত্তেফাককে বলেন, প্রাকৃতিক ভারসাম্য ও জীব-বৈচিত্র সংরক্ষণের স্বার্থে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনিকভাবেও করতোয়া নদীর পাখি রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে।

ইত্তেফাক/এমআর