শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্ষমা চেয়েও জরিমানা গুনলেন স্টোকস

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১০:১৬

দর্শককে গালি দিয়ে আবারও জরিমানা গুনলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আইসিসি’র আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হয় এই অলরাউন্ডারকে। সঙ্গে জুটেছে একটি ডিমেরিট পয়েন্ট।

শুক্রবার জোহানার্সবার্গে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্ট সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ২ রানে আউট হন স্টোকস। এসময় গ্যালারিতে থাকা দর্শককে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন তিনি। 

তবে এ ব্যাপারে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন স্টোকস। এক বিবৃতিতে স্টোকস বলেন, ‘আমার আউট হওয়ার পর ব্রডকাস্টে যে ভাষা শোনা যায়, তা নিয়ে আমি ক্ষমা চাচ্ছি। আমার এমনটা করা উচিৎ হয়নি। আমি যখন খেলছিলাম দর্শকদের থেকেও গালি এসেছিল। তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি আমার আচরণ অপেশাদার ছিল এবং এর জন্য আমি বিনীতভাবে ক্ষমা চাচ্ছি।’

আইসিসি তার এই আচরণবিধি ভঙ্গের দায়ে আবারও জরিমানাসহ ডিমেরিট হারাতে হলও আইসিসির বর্ষসেরা বেন স্টোকসকে। 

ইত্তেফাক/এসআই