শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শীত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২০:০৪

 

শীতের সাথে নামে প্রেমের আর্দ্রতা

গাছের পাতারা ঝরে যেতে থাকে।

আগুনের আকাঙ্ক্ষা ভেতরে ঢুকিয়ে

মানুষের চলাফেরা বাড়তেই থাকে।

কুয়াশার পকেটে পকেটে রাস্তার

বিষণ্নতা ভাঙে জোড়া হেড লাইট।

শীতকলায় নারীর লাবণ্য বাড়ে

আর প্রেম জাগানিয়া ভোর ডাকে।

নাটাই মুক্তির নেশায় চেতনার ঘুড়ি ওড়ে

জীবনের জয়গান গায় দ্রোহের বাতাসে।

শিশিরের ঘাসফুল উঁকি দিয়ে জানায়,

শীত এলে মানুষের মৃত্যুসংবাদ বাড়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন