বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বড়দিনের বিশেষ নাটক ‘মেরিঅ্যান’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:১৮

আজ খ্রিষ্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা। বহুবর্ণ আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা, গৃহদুয়ার আর অভিজাত হোটেলগুলো। সাজানো হয়েছে গোশালা, ক্রিসমাস ট্রি আর বর্ণময় বাতি দিয়ে। আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। এদিনে আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিতে আরটিভিতে রাত আটটায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘মেরিঅ্যান’।

 

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে মেরিঅ্যান চরিত্রে অভিনয় করেছেন প্রভা। মেরিঅ্যান এলাকায় মারিয়া নামে পরিচিত। মারিয়াকে সবাই অহংকারী হিসেবে জানলেও খুবই গোছানো চুপচাপ স্বভাবের মেয়ে সে। কিন্তু রেগে গেলে কাউকে ছাড়ে না। তাকে পছন্দ করে এলাকার বখাটে বলে খ্যাত জেমস। এই ধারণা ওপর ভিত্তি করেই মারিয়াও তাকে দুচোখে দেখতে পারে না। বড়দিনের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে জেমস কার্ড ও উপহার সামগ্রী বানিয়ে বিতরণ করে। এই নিয়ে মারিয়ার সাথে ভুল বোঝাবুঝি ও বিরোধ। কিন্তু ধীরে ধীরে মারিয়া আবিস্কার করে অন্য এক জেমসকে।

 

জেমসের চরিত্রে রূপদান করেছেন ইরফান সাজ্জাদ। এতে আরো অভিনয় করেছেন সাগর হুদা, শিখা মৌ ও আরো অনেকে। 

 

ইত্তেফাক/এএম

এ সম্পর্কিত আরও পড়ুন