বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পেঁয়াজ বেচে কোটিপতি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:২১

এক মৌসুমে জমিতে ফলানো পেঁয়াজ বিক্রি করে কোটিপতি হয়েছেন এক কৃষক। এই ঘটনা ভারতের। 

ভারতের কর্নাটক রাজ্যের চিত্রাদুর্গা জেলার মল্লিকার্জুনা (৪২) নামের ওই কৃষক এবার ১০ একর জমিতে পেঁয়াজ চাষ করেন। জানা যায়. তার ১০ একর জমিতে এবার পেঁয়াজ উৎপাদিত হয়েছে ২৪০ টন।   

দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মল্লিকার্জুনা এবার সেই পেঁয়াজ প্রায় ২০০ রুপি কেজি দরে বাজারে বিক্রি করেছেন।

আরও পড়ুন: নতুন বউয়ের কাণ্ডে বরসহ পরিবারের সবাই হতাশ!

টাইমস অব ইন্ডিয়াকে মল্লিকার্জুনা জানান, ১৫ লাখ রুপি ঋণ নিয়ে পেঁয়াজ চাষ শুরু করেন। বাজারে এবার পেয়েছেন পেঁয়াজের ভালো দাম। ঋণের টাকা ইতিমধ্যে পরিশোধ করে জমিয়েছেন কোটি রুপির ওপরে। 

সংবাদ মাধ্যমে এই কৃষক আরও বলেন, ভয় ছিল পেঁয়াজের উৎপাদন ভাল না হলে কিংবা বাজারে দাম না পেলে ঋণের বোঝা টানতে হবে। কিন্তু পেঁয়াজের কারণে আজ আমার পরিবারের ভাগ্য বদলে গেছে।  

আরও পড়ুন: জুতা পায়ে শহীদ মিনারে ওঠায় গণধোলাই খেলেন অধ্যক্ষ

তিনি আরও জানান, পেঁয়াজ চাষ করতে আরও ১০ একর জমি লিস নিয়ে ৫০ জন শ্রমিক ভাড়া করেছেন। এছাড়া পরিবারের জন্য নতুন একটি বাড়ি বানাবেন বলে জানান।

চিত্রাদুর্গায় এখন মল্লিকার্জুনাকে কৃষকদের মধ্যে সেলিব্রেটি ভাবা হচ্ছে । 

ইত্তেফাক/এসআর