শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টর্নেডো সৃষ্টির প্রধান কারণ কোনটি?

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৪

বিজ্ঞান

মোহাম্মদ নাসির উদ্দিন

সিনিয়র শিক্ষক

দুলালপুর এস.এম.এন্ড কে. উচ্চ বিদ্যালয় , কুমিল্লা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। ‘দুর্যোগের সাথে বসবাস’ অধ্যায়ের  কিছু গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরা হলো।

১. সর্বশেষ কত সালে বাংলাদেশে প্রলয়ংকরী বন্যা হয়েছিল?

ক. ১৯৮৮                    খ. ১৯৯৫      

গ. ১৯৯৮                    ঘ. ২০০৫

২.  গত তিন দশকে পদ্মা,যমুনা ও মেঘনায় কত হেক্টর জমি হারিয়ে গেছে?

ক. ১৫ লক্ষ হেক্টর খ. ১৬ লক্ষ  হেক্টর 

গ. ১৭ লক্ষ  হেক্টর ঘ. ১৮ লক্ষ হেক্টর

৩.  ১৯৫০ সাল নাগাদ চালের উত্পাদন শতকরা কত ভাগ হ্রাস পাবে?

ক. ৮.৮%   খ. ৩২%

গ.১৩%      ঘ.১৬%

৪.  সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত বাড়লে সুন্দরবন ও এর মধ্যে বসবাসরত জীবজগত্ ধ্বংস হয়ে যাবে?

ক. ১ মি.খ.২ মি. গ. ৩ মি. ঘ. ৪ মি.

৫. গ্রীন হাউস গ্যাস হলো-

i. কার্বন-ডাই-অক্সাইড  

ii. ওজোন  

iii. নাইট্রাস-অক্সাইড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও  iii   

গ. ii ও iii

ঘ. i ,  ii  ও   iii

৬. স্বাভাবিক পানির pH কত?

ক.   ৭    খ. ৮   গ.   ৯                  ঘ. ৭.৪

৭. টর্নেডো সৃষ্টির প্রধান কারণ কোনটি?

ক.  উচ্চচাপ সৃষ্টি     খ. নিম্ন চাপ সৃষ্টি   গ. বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস   ঘ.  বাতাসের আর্দ্রতা হ্রাস

৮.  এসিড সৃষ্টিতে থাকে-

i. সালফিউরিকি এসিড  

ii. নাইট্রিক এসিড  

iii. হাইড্রোক্লোরিক এসিড

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ.i ও  iii   

গ. ii ও iii

ঘ. i ,   ii   ও   iii

৯. বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধির কারণ কোনটি?

ক.  অগ্ন্যুত্পাত   খ. ভূমিকম্প     

গ. গ্রিনহাউস গ্যাসের নি:সরণ 

ঘ. দাবানল

১০.  সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির ফলাফল

i নদ-নদীর পানি লবণাক্ত হবে    ii ভূগর্ভস্থ পানি লবণাক্ত হবে   iii জমি লবণাক্ত হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও  iii    

গ. ii ও iii     ঘ. i ,  ii   ও   iii

১১.  কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত মাছ বেঁচে থাকতে পারে?

ক.  ৩০ খ. ৩২   গ. ৩৫   ঘ. ৪০

১২. বর্তমানে সারা বিশ্বের জনসংখ্যা কত?

ক. ৫.৬ বিলিয়ন   খ. ৬.৬ বিলিয়ন   

গ. ৬.৭ বিলিয়ন   ঘ. ৮.৬ বিলিয়ন

১৩.  ভূমিকম্পের মাত্রা মাপা হয় কোন স্কেলের মাধ্যমে?

ক. রিখটার স্কেলে   খ. মিটার স্কেলে   

গ.  সেন্টিমিটার স্কেলে

ঘ. কি.মি. স্কেলে

১৪.১৮৯৭ সালে ঢাকা,কুমিল্লা ও চট্টগ্রামে কত মাত্রার ভূমিকম্প হয়?

ক. ৭.৮ খ.   ৮.৭    ৮.৬     ঘ.৭.৯

১৫.  ২০৮০ সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত সেন্টিমিটার বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে?

ক. ২৪ সে.মি.              খ. ৩৪ সে.মি.  গ. ৩৬ সে.মি.          ঘ. ৪৪ সে.মি.

১৬.  বন্যার হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের করণীয়-

i নদী খনন   ii নদী প্রশিক্ষণ 

iii স্লুইস গেট নির্মাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. iও  iii   

গ. ii ও iii

ঘ. i,   ii   ও   iii

১৭.  কোনটি বাতাসে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নয়?

 ক. CO                    খ.   SO2   

গ.  NO2                    ঘ.  N2

১৮.  ১৯৭০ সালের সাইক্লোনে কত মানুষ মারা গেছে?

 ক. ৪ লক্ষ                    খ. ৫ লক্ষ    

গ. ৬ লক্ষ                    ঘ. ৭ লক্ষ

১৯.  সাম্প্রতিক কালে অসময়ে বন্যা হওয়ার কারণ কী?

ক. ভূপ্রাকৃতিক কারণে    

খ. নদী ভাঙ্গন    

গ. জলবায়ু পরিবর্তন  

ঘ. নদীর নাব্যতা হ্রাস

২০. জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া নির্ভর করে-

i. জন্ম হার   ii মৃত্যু হার    iii বহির্গমন ও বহিরাগমন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii   

গ. ii ও iii     ঘ. i ,   ii   ও   iii