বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাগুরায় জমে উঠেছে পুরাতন শীতবস্ত্রের বাজার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

মাগুরা প্রতিনিধি

মাগুরায় পুরাতন শীতবস্ত্রের বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। শহরের প্রধান ডাকঘরের সামনে এবং মাতৃসদন সড়কে বসেছে পুরাতন শীতবস্ত্রের বিরাট বাজার। ক্রেতারা শীত নিবারণের জন্য এখান থেকে পছন্দমতো শীতবস্ত্র কিনছেন।

জানা গেছে, মাগুরা জেলায় শীত পড়েছে। সকালে পড়ছে হালকা কুয়াশা। শহরের সৈয়দ আতর আলী সড়কের প্রধান ডাকঘরের সামনে ও মাতৃসদন সড়কের বিরাট শীতবস্ত্রের বাজার জেলার সব থেকে বড়ো পুরাতন কাপড়ের বাজার। এখানকার ব্যবসায়ীরা ঢাকা, চট্টগ্রাম থেকে পাইকারি বেল ভর্তি পুরাতন শীতবস্ত্র কিনে এখানে এনে খুচরা বিক্রি করেন। দাম ক্রেতাদের নাগালের মধ্যে। স্বল্প আয়ের মানুষেরা এখানে ভিড় করছেন। প্রতিটি সোয়েটারের দাম ১০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে, কোট ৩০০ টাকা থেকে ৫০০ টাকা, জ্যাকেট ৩০০ টাকা থেকে ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জেলায় শীত পড়ায় জমে উঠেছে পুরাতন শীতবস্ত্র বাজার। বাজার চলবে চৈত্র মাস পর্যন্ত।