শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এফিডেভিট শাখার ৩১ কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:৩৮

অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় হাইকোর্টের এফিডেভিট ও ফাইলিং শাখার ৩১ জন কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন গত দুইদিনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওই ব্যবস্থা গ্রহণ করে।

 

এই দুটি শাখায় এখন সুপ্রিম কোর্টের অন্যান্য শাখার কর্মকর্তা ও কর্মচারীদের এনে দায়িত্ব প্রদান করা হয়েছে। সরিয়ে দেওয়া কর্মকর্তাদের মধ্যে এফিডেভিট শাখার কমিশনার ও সুপারিনটেনডেন্ট রয়েছেন।

 

মঙ্গলবার এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, যখনই কোন প্রতিষ্ঠানে কোন রকম দুর্নীতি ঢুকে যায়, তখন সেই দুর্নীতিরোধের জন্য কতগুলো পদক্ষেপ নিতে হয়। আমি মনে করি এ বদলিগুলো তারই একটি অংশ। প্রধান বিচারপতি গতকালও বলেছিলেন, উনি কঠোর হস্তে এগুলোকে দমন করার চেষ্টা করছেন।

আরো পড়ুন : মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী র‌্যান্ডল শ্রাইভার ঢাকায়

প্রসঙ্গত সোমবার এফিডেভিট ও ফাইলিং শাখার কর্মকাণ্ড নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আপিল বিভাগে মামলার শুনানিকালে উষ্মা প্রকাশ বলেন, সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখার অনিয়মের অভিযোগ ঠেকানোর জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু এখন দেখি  সিসি ক্যামেরা সম্বলিত কক্ষের বাইরে এসে এভিডেভিট করে। তখন অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই মামলার তালিকা উপর নিচ করে কোটিপতি হয়ে গেছে।

 

ইত্তেফাক/ইউবি