বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হলুদ কার্টিজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:১৩

আদালত প্রাঙ্গণে হলুদ কার্টিজ বেশ পরিচিত। দেওয়ানি মামলার আর্জি থেকে শুরু করে প্রায় সব আবেদনই হলুদ কার্টিজে লিখে আদালতে দাখিল করতে হয়। চুক্তিপত্র, দলিল, অঙ্গীকারনামা, হলফনামার মধ্যে নন জুডিসিয়াল স্ট্যাম্পের পাশাপাশি কার্টিজের ব্যবহার হয়ে থাকে। হলুদ কার্টিজের স্বাভাবিক মূল্য প্রতি পিস সাত টাকা। সাত টাকার মধ্যেই সরকারিভাবে তৈরি খরচ, লভ্যাংশ এবং বিক্রেতাদের লভ্যাংশ থাকে। কিন্তু বিগত কয়েক মাস ধরে চট্টগ্রাম আদালতে কার্টিজের দাম বৃদ্ধি পেতে পেতে এখন ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

সরকারিভাবে কার্টিজের দাম বেড়েছে নাকি ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়েছে, তা জানে না কেউ। সরকারিভাবে দাম বৃদ্ধির বিষয়ে বলা হয়নি কিংবা সিন্ডিকেটের মাধ্যমে অধিক দামে বিক্রি হলে, এর বিরুদ্ধে নেই কোনো কার্যকর পদক্ষেপ। আইনজীবী, ক্রেতা কিংবা সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকেও এ বিষয়ে কোনো অভিযোগ কিংবা আসলে কী হচ্ছে কার্টিজ নিয়ে, সে বিষয়ে কোনো আলোচনা নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মধ্যে হলুদ কার্টিজও অন্যতম। এটি মূলত সাদা লিগ্যাল সাইজ অফসেটের আকৃতির, যার মধ্যে সরকারি ছাপ ও হলুদ রং মিশ্রিত। সরকারিভাবে তৈরি করা হলুদ কার্টিজ মাত্র ৭ টাকায় খুচরা বিক্রি হলেও কয়েক মাসের মধ্যে ৬৫ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে, যা কাম্য নয়। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

জুবায়ের আহমেদ

বাকলিয়া, চট্টগ্রাম