শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হঠাৎ কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা, লঞ্চ চলাচল বন্ধ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১০:৪২

পূর্ব ঘোষণা ছাড়াই ১১ দফা দাবিতে ঢাকার সদরঘাটসহ, চাদঁপুর ও বরিশালে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন নৌ-যান শ্রমিকরা। ‘শ্রমিক অধিকার সংরক্ষক’ নামে একটি সংগঠনের ডাকে কর্মবিরতির কারণে বুধবার সকালে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন।

 

সরেজমিনে সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, চাদঁপুর ও শরিয়াতপুরের যাত্রীরা সকালে লঞ্চ টার্মিনালে এসে বিপাকে পড়েছেন। যাত্রীরা অভিযোগ করেন, শ্রমিক সংগঠন কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়া লঞ্চ চলাচল বন্ধ রাখায় শত শত যাত্রী টার্মিনালে আটকা পড়েছেন।

 

অন্যদিকে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুর রহমান পটল জানান, আমরা এই অবৈধ সংঘঠনে ডাকা ধর্মঘট মানি না। আজ বিকাল পাঁচটা থেকে ঢাকা চাদঁপুর ও বরিশালসহ দেশের ৩৩টি নৌরুট থেকে লঞ্চ চলাচল শুরু করবে।

 

তিনি দাবি করেন, ওই সংগঠনের কোনো ভিত্তি নাই। ধর্মঘট প্রতিহত করতে নৌ-যান মালিক ও শ্রমিক ফেডারেশন ইতোমধ্যেই আলোচনায় বসেছে।

 

ইত্তেফাক/এএম