বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রধানমন্ত্রীকে বিএনপির চিঠি রাজনৈতিক স্টান্টবাজি :তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:১৭

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত প্রকাশের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে যে চিঠি বিএনপি দিয়েছে, তাকে দলটির ‘রাজনৈতিক স্টান্টবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন। গতকাল তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে তার কাছে পাঠানো বিএনপির চিঠি ‘অন্তঃসারশূন্য’। এই চিঠিতে জনগণকে বিভ্রান্ত করতে দলটির অপচেষ্টার প্রতিফলন ঘটেছে।

প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরকালে স্বাক্ষরিত চুক্তিগুলো জনগণ ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রকাশ করা হয়নি বলে বিএনপি দাবি করেছে। তথ্যমন্ত্রী একে জনগণকে বিভ্রান্ত করার হীন প্রয়াস হিসেবে উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাকে এই সফর সম্পর্কে অবহিত করেন। তিনি এই সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো সম্পর্কে গণমাধ্যমের পাশাপাশি সংসদে সবকিছু প্রকাশ করেছেন।’

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে ভারতের সঙ্গে সাতটি চুক্তি করেছিলেন। কিন্তু এই চুক্তিগুলো সম্পর্কে তিনি কখনোই রাষ্ট্রপতি বা জনগণকে কিছু জানাননি। হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থহানি হতে পারে এমন কোনো চুক্তি করেননি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্রসীমার মামলা করে বিজয় অর্জন করেছি এবং ছিটমহল সমস্যার সমাধান করেছি।’