শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেলায় চার দিনে ১৩৪৭ কোটি টাকা আয়কর আদায়

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১২

দশম আয়কর মেলার চতুর্থ দিন পর্যন্ত (বৃহস্পতিবার থেকে রবিবার) রাজস্ব আদায় হয়েছে ১ হাজার ৩৪৬ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৫১২ টাকা। রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানায়, আয়কর মেলার চতুর্থ দিন পর্যন্ত রিটার্ন দাখিল হয়েছে মোট ৩ লাখ ১৪ হাজার ৫৬৫টি। সেবা গ্রহণ করেছেন ৯ লাখ ৬৮ হাজার ৯০৭ জন করদাতা। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন ১৬ হাজার ৫৪১ জন। আর গতকাল এক দিনেই রাজস্ব আদায় হয়েছে ২৮২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৫৭৯ টাকা। এই দিনে রিটার্ন দাখিল হয়েছে ৯২ হাজার ৯১৬টি। সেবা গ্রহণ করেছেন ২ লাখ ৯২ হাজার ৫২৫ জন করদাতা। আর নতুন ই-টিআইএন নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলার চতুর্থ দিন ছিল গতকাল রবিবার। রাজধানীতে অফিসার্স ক্লাবে হচ্ছে আয়কর মেলা। মেলা সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন চলে। এবারের মেলার পরিধি গত বছরের চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে।