শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রোমাঞ্চকর জয়ে শীর্ষে খুলনা

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ২২:৩০

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের চারটি ম্যাচেই ফলাফল এসেছে। তৃতীয় দিনেই শেষ হয়েছিল দ্বিতীয় স্তরের দুটি ম্যাচ। গতকাল ফলাফলের দেখা মিলেছে প্রথম স্তরের দুই ম্যাচেও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে খুলনা বিভাগ। কক্সবাজারে রাজশাহীকে ইনিংস ও ৪ রানে পরাজিত করেছে ঢাকা বিভাগ।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে খুলনা। ২৬.৪৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে দলটি। তার পরের স্থানগুলোতে আছে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে ২২.৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিলেট। পরেই অবস্থান করছে ঢাকা মেট্রো, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ।

খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাকের ভাষায়, মিরপুরে খুলনা-রংপুর ম্যাচটার রং পরিবর্তন হয়েছে অনেকবার। কখনো রংপুর, কখনো খুলনা চালকের আসনে চলে এসেছিল। শেষ পর্যন্ত জয়ের হাসি অবশ্য খুলনার দখলেই থেকেছে।

মিরপুরে দ্বিতীয় ইনিংসে খুলনার টার্গেট ছিল ২০৩ রান। আগের দিনের ৫ উইকেটে ১৩০ রান নিয়ে খেলতে নেমে গতকাল ৭৩ রান তুলতে আরো ৪ উইকেট হারায় দলটি। স্বীকৃত ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ার পর টেলএন্ডারদের ব্যাটে ৯ উইকেটে ২০৩ রান তুলে জয় নিশ্চিত করে তারা। গতকাল সকালে মেহেদী হাসান ও জিয়াউর শুরুটা ভালোই করেছেন। ষষ্ঠ উইকেটে তাদের ১০৯ রানের জুটিই খুলনার জয়ের বড়ো রসদ। মেহেদী ৫৬, জিয়াউর ৫৩ রান করেন। ১৮৭ রানে ৯ উইকেট পতনের পর হারের শঙ্কায় পড়ে গিয়েছিল খুলনা। কিন্তু শেষ পর্যন্ত মইনুলের অপরাজিত ১৬, আব্দুল হালিমের অপরাজিত ২ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। অলরাউন্ড পারফরম্যান্সে মেহেদী হাসান ম্যাচ-সেরা হন। রংপুরের পক্ষে সোহরাওয়ার্দী শুভ ৫৬ রানে ৬টি, মাহমুদুল হাসান ২টি উইকেট পান।

কক্সবাজারে নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমানের জোড়া হাফ সেঞ্চুরির পরও ইনিংস হার এড়াতে পারেনি রাজশাহী। ঢাকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয় রাজশাহী। গতকাল অবশিষ্ট ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান যোগ করতে সমর্থ হয় রাজশাহী। শান্ত ৫১, সাব্বির ৫৮, ফরহাদ হোসেন ২৮, মুক্তার আলী ১১, সানজামুল ইসলাম ১৭ রান করেন। ঢাকার পক্ষে নাজমুল অপু-সাইফ হাসান ৩টি করে, সালাউদ্দিন শাকিল ২টি উইকেট পান। তিন সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ঢাকা, যা দুই ইনিংসেও টপকে যেতে পারেনি রাজশাহী। ঢাকার শুভাগত হোম ম্যাচ-সেরা হন।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর-খুলনা বিভাগ

রংপুর :২২৪ ও ২১১

খুলনা :২৩৩ ও ৬২.৪ ওভারে ২০৩/৯ (মেহেদী হাসান ৫৬, জিয়াউর রহমান ৫৩, মইনুল ১৬*, হালিম ২*; সোহরাওয়ার্দী শুভ ৬/৫৫, মাহমুদুল হাসান ২/১৩, মুকিদুল ইসলাম ১/৪৩)

ফল :খুলনা বিভাগ ১ উইকেটে জয়ী

ম্যাচ-সেরা : মেহেদী হাসান (খুলনা)

ঢাকা-রাজশাহী বিভাগ

রাজশাহী :২৩০ ও ৯৭.২ ওভারে ২৪১ (জুনায়েদ ৪১, শান্ত ৫১, সাব্বির ৫৮, ফরহাদ হোসেন ২৮, সানজামুল ১৭, মুক্তার আলী ১১, সাকলাইন সজীব ৪*; সাইফ হাসান ৩/১৫, নাজমুল অপু ৩/৫৮, সালাউদ্দিন শাকিল ২/৪৫, তাইবুর রহমান ১/২৯, শুভাগত হোম ১/৫০)

ঢাকা :৪৭৫/৭ ডিক্লেয়ার

ফল :ঢাকা বিভাগ ইনিংস ও ৪ রানে জয়ী

ম্যাচ-সেরা :শুভাগত হোম (ঢাকা)।